পরীক্ষা শেষ, ফলাফলের অপেক্ষায় দেব, নুসরাত, মিমি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২০ মে ২০১৯ সোমবার
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন টলিউডের জনপ্রিয় নায়ক দেব, নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। রোববার লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ শেষ ভাগের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন অপেক্ষা ফলাফলের।
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শুরু থেকেই তৃণমূলের লক্ষ্য ছিল ৪২-এ ৪২। কিন্তু বুথ ফেরত সমীক্ষা স্বস্তি দিচ্ছে না দলটির নেতাকর্মীদের। মোটামুটি সব সমীক্ষাই বলছে, পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির আসন ১০-এর বেশি।ইন্ডিয়া টুডে-র সমীক্ষায় বিজেপি ২৩টি পর্যন্ত আসন পেতে পারে। সেখানে তৃণমূলের সর্বাধিক আসন হতে পারে ২২। তবে শোবিজ তারকারা ঠিক জয় আনছে বলে সমীক্ষাটিতে উঠে এসেছে।
চিত্রনায়ক দেব, চিত্রনায়িকা নুসরাত ও মিমি চক্রবর্তী বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য জয়ীর তালিকায় রয়েছেন। এই তালিকায় রয়েছেন মুনমুন সেন ও শতাব্দী রায়ও। এই নির্বাচনে ঘাটাল থেকে দেব, যাদবপুর থেকে মিমি চক্রবর্তী ও বসিরহাট থেকে নুসরাত প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবিপি-নিয়েলসন সমীক্ষায় ১৬টি আসনে এগিয়ে থাকছে বিজেপি। আর তৃণমূল পেতে পারে ২৪টি আসন। যত সম্ভব বেশি আসন নিয়ে মহাজোটের পথে যাবে তৃণমূল, এমনটাই আশা।
রোববার শেষ ধাপের নির্বাচনে তারকাদের সরব উপস্থিতি ছিল। এদিন সকালেই অভিনেত্রী তথা তৃণমূল তারকা প্রার্থী নুসরাত জাহান ভোট দিয়েছেন দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে। ভোট দিয়েছেন- দেব, রাজ চক্রবর্তী, জিৎ, সোহম, কোয়েল, রঞ্জিত মল্লিক, দেবশ্রী, শতাব্দী রায়, অরিন্দম শীল, ঋতাভরী চক্রবর্তী। দুই মেয়ে রিয়া এবং রাইমাকে নিয়ে ভোট দিয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনও। আগামী ২৩ মে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে।