শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্পী পলি সায়ন্তনী ক্যান্সারে আক্রান্ত , চাইলেন সাহায্য!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৫ এএম, ২২ মে ২০১৯ বুধবার

দে‌শের জন‌প্রিয় দুই সংগীত‌শিল্পী ডলি সায়ন্তনী ও বাদশাহ বুলবুলের ছোট বোন পলি সায়ন্তনী। আদ‌রের এই ছোট বোন‌টির নামও জ‌ড়ি‌য়ে আছে সংগীত জগ‌তের স‌ঙ্গে। সন্ন্যাসী বানাইলি, ও লাভার বয়সহ একা‌ধিক জন‌প্রিয় গান ও গা‌নের অ্যালবাম উপহার দি‌য়ে শ্রোতা‌দের ভা‌লোবাসায় সিক্ত হ‌য়ে‌ছেন একটা সম‌য়ে। সেই প‌লি সায়ন্তনী দুই বছর ধ‌রে যুদ্ধ কর‌ছেন মরণঘা‌তি রোগ ক্যান্সা‌রের স‌ঙ্গে।

মরণঘা‌তি এই রোগের সঙ্গে লড়াই করতে করতে তিনি ও তার পরিবার অর্থ সংকটের মুখোমুখি। তাই পলি সায়ন্তনী মঙ্গলবার (২১ মে) তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশের সঙ্গীতাঙ্গনের সকল শিল্পীদের কাছে সাহায্যের আবেদন করেছেন। তার ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

শিল্পীদের প্রতি আমার আকুল আহবান...

আমি সৌভাগ্যবান। আমার অসুস্থতার উসিলাতে আমাদের গানাঙ্গনের মানুষগুলো একত্রিত হতে যাচ্ছে। আমার জীবনে কি হবে জানিনা তবে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে । চরম অবহেলিত গান জগতের শিল্পীদের পাশে শিল্পীরা দাঁড়ালে পুরো সংগীতাঙ্গনের আমূল পরিবর্তন আনা সম্ভব হবে।

আমি একজন শিল্পী ঘরানার সদস্য হয়ে সকল শিল্পীদের কাছে আহবান জানাচ্ছি। আপনারা একত্রিত হোন। আমরা একত্রিত হলে কারো কাছে সহযোগিতার জন্য হাত বাড়ানোর প্রয়োজন হবেনা। দীর্ঘ কয়েক বছর নীরবে ক্যান্সার চিকিৎসা করে যাচ্ছি, প্রতি রাতে ঘুমোতে গেলে মনে হয় এই বুঝি শেষ রাত। হয়তো আর সকাল দেখার সৌভাগ্য নাও হতে পারে। আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি মানুষের দোয়ায়।

আমিও পুরোপুরি সুস্থ মানুষ ছিলাম আপনাদের মতোই, আমার ক্যান্সার হয়েছে জানার দিন পর্যন্ত আমিও ভেবেছি আমার কখনোই এমন রোগ হবার সম্ভাবনা নাই। নির্মম নিয়তি, আমার অনিরাময় যোগ্য রোগ মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা।

জীবনে ৪০ বছরের ছোঁয়া এখনো লাগেনি, আমারো বাঁচতে ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে আবারো সবাইকে নিয়ে হৈ হুল্লোড় করে গানে গানে সুন্দর জীবন গড়তে। জানিনা আর হবে কিনা ...

তাই আমার সহকর্মী সিনিয়র সমমনা ও জুনিয়র শিল্পীদের বলবো আমার জন্য না হোক, নিজেদের ভবিষ্যতের জন্য হলেও একসাথে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হোন। আপনারা ঐক্যবদ্ধ হলে দেশ পাবে একটি আপন সংগীত ভুবন, শিল্পীরাও আর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হবেনা।