শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিডিওতে হিরো আলমের জেল জীবনের গল্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৩ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে মারধরের মামলায় বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছে সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি হিরো আলমকে। জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। এরপর আবারও মন দিয়েছেন কাজে। জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে নতুন গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

জেলে থাকার অভিজ্ঞতা নিয়ে নতুন গান লিখেছেন হিরো আলম। ঈদে ভক্তদের সেই গানের ভিডিও উপহার দিতে যাচ্ছেন। গানের নাম, 'বগুড়া জেলে বন্দি হলাম ছেলে।'

হিরো আলম বলেন, ‘আমার জেলে থাকা সময়টাকে গানে ধরার চেষ্টা করেছি।সেখানে আমি কেমন ছিলাম, কেমন সময় কেটেছে, আসলে জেলের ভেতরটা কেমন, জেল জীবন কেমন সেসব এই গানে উঠিয়ে আনার চেষ্টা করেছি।’

গান লেখার পাশাপাশি গানের সুরও করেছেন হিরো আলম। কণ্ঠ দিয়েছেন শাহীন। ভিডিওটি পরিচালনা করেছেন মলিকুল ইসলাম। ঢাকার অদূরে ভিডিওচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের হিরো আলম ক্যাবল অপারেটর বা ডিশ ব্যবসায়ী। মিউজিক ভিডিও করে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম।