শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

হুয়াওয়ে ব্যবহারকারীরা কি সমস্যায় পড়বে?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে আর অ্যান্ড্রয়েড সেবা দেবে না বলে জানিয়েছে মার্কিন টেক-জায়ান্ট গুগল। এর ফলে হুয়াওয়ের নতুন মডেলের হ্যান্ডসেটগুলোতে ইউটিউব, জি-মেইল, গুগল ম্যাপ, ক্রোম ব্রাউজারের মতো জনপ্রিয় গুগল অ্যাপসগুলো আর থাকবে না। পাশাপাশি এখন থেকে হুয়াওয়ের ডিভাইসগুলোতে কোনো ধরনের আপডেট ভার্সন দেবে না গুগল। এর ফলে হুয়াওয়ে ব্যবহারকারীরা কি সমস্যায় পড়বে? অনেকেরই প্রশ্ন!

চীনা প্রতিষ্ঠানটি বলছে, হুয়াওয়ে, অনার এবং হুয়াওয়ের ট্যাবলেট ব্যবহারকারীরা কোনো ধরনের সমস্যায় পড়বেন না। হুয়াওয়ে এক বিবৃতিতে বলেছে, স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড সবসময়ই ওপেন সোর্স প্লাটফর্ম এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ সহযোগী। হুয়াওয়ে সবসময় অ্যান্ড্রয়েড সিস্টেমের উন্নয়নে কাজ করে এসেছে তাদের সঙ্গে, ভবিষ্যতেও এমন উন্নয়ন অব্যাহত থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

চীন ও বৈশ্বিকভাবে হুয়াওয়ে, অনার এবং হুয়াওয়ের ট্যাবলেট ব্যবহারকারীরা নিঃশ্চিন্তে নতুন ডিভাইস কিনতে ও ব্যবহার করতে পারবেন। সেখানে কোনো ধরনের সমস্যাতেই পড়তে হবে না গ্রাহকদের। এছাড়াও বৈশ্বিকভাবে যারা হুয়াওয়ের এই ডিভাইসগুলো ব্যবহার করছেন তারাও কোনো সমস্যায় পড়বেন না। সেক্ষত্রে হুয়াওয়ে এবং গুগল দুজনেই সবধরনের সিকিউরিটি আপডেটসহ অন্যান্য সুবিধা পেতে থাকবেন বলেও বিবৃতিতে জানায় হুয়াওয়ে।

অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, গুগলের এই পদক্ষেপ হুয়াওয়ের ব্যবসার জন্য বড় প্রভাব পড়বে।

চীনা বাণিজ্যযুদ্ধের জন্য প্রথম থেকেই হুয়াওয়েকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আসছেন ট্রাম্প। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে ফাইভজি সেবার কাজে হুয়াওয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এতে উদ্বিগ্ন হয়ে পড়ে টেলিকম নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার করা দেশগুলো। যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুয়াওয়ে।