শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ইসলামপুর শরীফ মার্কেট সংলগ্ন জনৈক ইকবাল মাহমুদের ভাড়াবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় রেনেসা অ্যাপারেলস পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর শাহ আলম (৩৮), তার স্ত্রী একই কারখানার সুইং অপারেটর মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। শাহ আলমের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়। তার বাবার নাম রহিম মৃধা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী জানান, স্বামী-স্ত্রী কারখানায় কাজ করেন। রাতে বাড়ি ফিরে ঘরের ভেতর এলপি গ্যাসের চুলায় রান্না করছিলেন স্ত্রী মনিরা বেগম।

একপর্যায়ে গ্যাসের চুলার পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা চারজন অগ্নিদগ্ধ ও শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের ফলে ঘরের মালামাল পুড়ে গেছে এবং একই পরিবারের চারজন দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যায়।