প্রতিবেশী দেশের স্থিতিশীলতা চাই: পররাষ্ট্রমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার
ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা প্রতিবেশী দেশের স্থিতিশীলতা চাই। সেখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেনো, সেই বন্ধুত্ব অটুট থাকবে। নরেন্দ্র মোদি ক্ষমতায় এলেও আমাদের সেই সম্পর্কই থাকবে।
তিনি আরো বলেন, ভারতের সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে উৎসাহিত করবে।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চায়না ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ হংকংয়ের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন ড. মোমেন।
মতবিনিময় শেষে তিনি বলেন, ভারতের সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে গণতন্ত্রকে উৎসাহিত করবে। ভারতের নির্বাচনে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেনো, দেশটির সঙ্গে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ওখানে সরকারে যারাই আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হবে না। ভারতের বিজেপি, কংগ্রেসসহ সব রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে।