শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জ্যোতিষীর পরামর্শে দিনভর মৌনব্রত, সন্ধ্যায় সরব মিমি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৬ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। নিজের অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের। তবে ভারতে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এ অভিনেত্রী। আর ‍নিজের প্রথম রাজনীতির পথ চলাতেই বাজিমাত করলেন তিনি। 

কেননা ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন দল মোদির বিজেপির প্রার্থী হন অনুপম হাজরা। আর অনুপম হাজারাকে ১ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন। ফলে কার্যত যাদবপুরে মিমিই বিজয়ী।

তবে ভোটের রাজাল্টের দিন নায়িকা জ্যোতিষীর পরামর্শ মতো কাজ করেছিলেন। এ দিনে তিনি দিনভর মৌনব্রত করেছিলেন। সন্ধ্যায় যখন বিজয়গড় কলেজের ভোট গণনার কাজ চলছিলো ঠিক তখনই সরসী আবাসনের বাসা থেকে নেমে নায়িকা প্রথমবার প্রকাশ্যে দৃশ্যমান হলেন। 

 

এর আগে, টালিগঞ্জের ডাকসাইটে নায়িকা থেকে যাদবপুরের নতুন সাংসদের তরফ থেকে জানানো হয়েছিলো, কিছু করার নেই। বিষয়টা অত্যন্ত ব্যক্তিগত। জ্যোতিষীর বারণ মেনেই এখন কথা বলা যাচ্ছে না।

এদিকে, মিমি চক্রবর্তীর এবারের ভোট-প্রচারের ‘জার্সি’ ছিলো সালোয়ার-কামিজ। এছাড়া স্নিকার্সের বদলে লিনেনের সবুজ শাড়ি, লম্বাহাতা বেজরঙা ব্রোকেডের ব্লাউজ আর সোনারঙা মোজরি জুতা।