অ্যাডমিট কার্ডের অপেক্ষায় শাকিব-বুবলী!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৮ এএম, ২৫ মে ২০১৯ শনিবার
ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে শাকিব-বুবলী অভিনীত মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিটি। সম্প্রতি তুরস্কের বিভিন্ন লোকেশনে ছবিটির গানের শুটিং দিয়ে ক্যামেরা ক্লোজ হয়েছে। এরপর ইডিটিংয়ের কাজ শেষে সেন্সরে জমা পড়ছে ‘পাসওয়ার্ড’।
সেন্সর ছাড়পত্র পেলেই ঈদে ছবিটি মুক্তিতে আর বাঁধা থাকবে না।
নির্মাতা মালেক আফসারী বলেন, দুই দিন আগে সেন্সরে ছবিটি জমা দিয়েছি আমরা। শিগগিরই দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা। ছবির প্রচারণা ও হল বুকিং চলছে। শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন প্রযোজক। এরই মধ্যে প্রায় ৭০টির মতো হল বুকিং হয়ে গেছে। এখন শুধু সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।
তুরস্কে ছবির গানের শুটিং হয়েছে। সবগুলো গানের নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। তুরস্ক থেকে কাজ শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন শাকিব খান ও বুবলী।
জানা গেছে চলতি সপ্তাহে প্রকাশ হবে ‘পাসওয়ার্ড’-এর গান, টিজার, পোস্টারের কিছু অংশ। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ‘পাসওয়ার্ড’ নির্মিত হচ্ছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারো অর্থ লগ্নি করলেন শাকিব খান।
এদিকে, গেল ১১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম পোস্টার। যা এরইমধ্যে সাড়া ফেলেছে সিনেমা অনুরাগীদের মাঝে।