রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

কতটা পরিবর্তন আসছে গুগলে?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইন্টারফেসে পরিবর্তন আসছে। তবে এই পরিবর্তন প্রাথমিকভাবে শুধু স্মার্টফোনেই দেখা যাবে। জানা যায়, নতুন ডিজাইনে ওয়েবসাইটের লিংকগুলোর উপরে সোর্স দেয়া থাকবে।

আগে সার্চ রেজাল্টের সাইটের সোর্সগুলো ছোট অক্ষরে দেয়া থাকতো, এখন সেটা পরিবর্তন করে পুরো লিঙ্ক প্রদর্শন করা হবে। এতে কোন লিংক কোন ওয়েবসাইটের তা স্পষ্টভাবে বোঝা যাবে। এই নতুন পরিবর্তনে কোনটি বিজ্ঞাপনের লিংক সেটাও সহজেই দেখা যাবে। ফলে এখন থেকে আর ভুলবশত বিজ্ঞাপনের লিংকে ক্লিক করার ভয় থাকবে না।

আপাতত মোবাইলের জন্য ডিজাইনটি আনা হয়েছে, তবে চলতি বছরেই ডেক্সটপেও দেখা যাবে একই ডিজাইন। ডিজাইনের পরিবর্তনটি ছোট হলেও তার কার্যকারিতা আছে। যেমন নতুন ডিজাইনে ওয়েবসাইটের নাম শুরুতেই দেখা যাবে। এতে করে সার্চকারী সহজেই বুঝতে পারবেন কোথা থেকে এই তথ্য এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুন ডিজাইনটি সব ব্যবহারকারীদের ফোনে পৌঁছে যাবে।