রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

জাপানে যাত্রীদের পরামর্শে রোবট!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার

জাপানের টোকিও স্টেশনে যাত্রীদের পরামর্শ দিতে পরীক্ষামূলক দুটি কৃত্রিম বুদ্ধির রোবট কাজ শুরু করেছে। ভিজিটররা এই রোবটদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা নিতে পারবেন।

দেশটির ইস্ট জাপান রেলওয়ে কোম্পানির পরিচালনায় আগামী ৩১ মে পর্যন্ত এই পরীক্ষামূলক কাজ চলবে। এ সময় সংশ্লিষ্টরা রোবট মেশিনের সক্ষমতা এবং সাহায্য প্রার্থী যাত্রীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

কৃত্রিম বুদ্ধির রোবট দুটি হলো জাপানের সফটব্যাঙ্ক রোবোটিক্স করপোরেশনের 'পিপার' এবং জার্মান রেলওয়ে কম্পানির 'সেমি' (এসইএমএমআই)। রোবট দুটি স্টেশনের বেসমেন্ট  শপিং-এর ইনফরমেশন ডেস্ক এবং গ্রানস্টা নামের ডাইনিং সেন্টারে স্থাপন করা হয়েছে।

 

জাপানে বহুল ব্যবহৃত একটি আধা মানবগুণ সম্পন্ন রোবট পিপার। আর সিএমএমআই বা সেমি রোবট হচ্ছে প্রহরী যা মানুষের মতো দেখতে এবং মানুষের মতো আচরণ করতে পারে।