ফোন কেনার বাজেট যখন ২০ হাজার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৬ মে ২০১৯ রোববার

ঈদের সময় অনেকেই স্মার্টফোন কেনার জন্য বাজেট রাখেন। সেটা যদি ২০ হাজার টাকা হয়ে থাকে তাহলে এই আয়োজটি আপনার জন্য। এই টাকার মধ্যে কোন ফোনটি কিনলে সবচেয়ে ভালো হবে বা আপনার দরকারি ফিচারগুলো পাবেন? সে বিষয়গুলো নিয়ে আজ তৃতীয় পর্ব-
স্যামসাং গ্যালাক্সি এ৩০
রেডি, অ্যাকশন, ট্যাগলাইন দেয়া ফোনগুলোকে দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড স্যামসাং বলছে ‘অ্যাকশন ফোন’। এরই ধারাবাহিকতায় গ্যালাক্সি এ৩০ মডেলের হ্যান্ডসেট এনেছে। ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির এই ফোনটির রেগুলার মূল্য ২২৯৯০ টাকা হলেও ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ে ক্রেতারা ২০৯৯০ টাকায় এটি কেনার সুযোগ পাবেন। ৬ দশমিক ৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। এছাড়া এতে থাকছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
অপো এ৭
১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরার এই ফোনের বর্তমান বাজার মূল্য ১৯৯৯০ টাকা। ওয়াটারড্রপ নচের ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লের এ ফোনে রয়েছে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ সুবিধা। কোয়ালকম স্নাপড্রাগন অক্টাকোর প্রসেসর ছাড়াও রয়েছে ৪২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
শাওমি রেডমি নোট ৭
ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্নাপড্রাগন ৬৬০ এবং ৬ দশমিক ৩ ইঞ্চি নচ ডিসপ্লে রয়েছে। ৪৮ ও ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার এ ফোনে সেলফি তোলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যাতে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। ফোরজি সুবিধার এ ফোনে ভালো ব্যাকআপ নিশ্চিতে থাকছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৪ গিগাবাইট র্যামের ফোনটির ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণটি কিনতে গুনতে হবে ১৯৯৯০ টাকা। ১২৮ গিগবাইট সংস্করণটি পাওয়া যাবে ২১৯৯০ টাকায়।
হুয়াওয়ে ওয়াই ৯ ২০১৯
৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট রমের ফোনটির দাম পড়বে ২১৪৯৯ টাকা। ৬ দশমিক ৫ ইঞ্চি নচ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অক্টাকোর প্রসেসরের ফোনে হুয়াওয়ের নিজস্ব চিপসেট কাইরিন ৭১০ ব্যবহার করা হয়েছে, যাতে থাকছে কৃত্তিম বুদ্ধিমত্তা ফিচার। ফোনের ব্যাক ক্যামেরায় থাকছে ১৬ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সেলফি তোলার জন্য থাকছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।