‘দেউলিয়া দেখতে চাই না বিআরটিসিকে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১২ এএম, ২৭ মে ২০১৯ সোমবার
বিআরটিসিকে দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদের আগে বিআরটিসির বহরে নতুন ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি এরই মধ্যে চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে সর্বমোট এক হাজার ৮৯টি গাড়ি চলবে।
রোববার দুপুরে বিআরটিসি ভবনে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস’ শিরোনামে পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিআরটিসির বাসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, জানালার কাচ থাকে না, এটা কেন? যারা এর দায়িত্বে আছেন তারা কি দেখেন না? বিআরটিসিতে নতুন ৬০০ গাড়ি এসেছে। আরো ছয় হাজার এলেও সমস্যার সমাধান হবে না, যদি শৃঙ্খলায় না আসি।
তিনি বলেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা অনেক সহজ ও স্বস্তিদায়ক হবে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকবে না। তবে গাজীপুরে সড়কে সমস্যা রয়েছে। আমি বলেছি, গাজিপুরের সড়কে ঈদ পর্যন্ত কোনো পাইলিং হবে না। এখানে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এ ছাড়া, বাকি রাস্তা যান চলাচল উপযোগী রয়েছে।