শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ সফরে আসতে পারেন মাহাথির মোহাম্মদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৭ মে ২০১৯ সোমবার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ চলতি বছরের শেষে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তবে সফরের দিন, তারিখ বা বিস্তারিত কিছু জানাননি তিনি।

রোববার এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি, তিনি (মালয়েশিয়ার প্রধানমন্ত্রী) এখানে (বাংলাদেশে) আসবেন। আমরা এরই মধ্যে তাকে আমন্ত্রণ জানিয়েছি। তবে বয়সের কারণে (৯৩ বছর) মাহাথির খুব একটা নড়াচড়া করতে চান না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে (২৮-৩০মে) জাপানের মিডিয়া সংগঠন নিক্কি ডট ইঙ্কের আয়োজনে আগামী ৩০ মে ‘দ্য ফিউচার অব এশিয়া’ বিষয়ক সম্মেলনে বাংলদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মূল বক্তব্য উপস্থাপন করবেন।

 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের এখনো কোনো দিন, তারিখ ঠিক না হওয়ায় চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত সময় লেগে যেতে পারে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোটের (আসিয়ান) শক্তিশালী সদস্য মালয়েশিয়া। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে মুসলিম প্রধান দেশটি।

১৯২৫ সালে জন্ম নেয়া মাহাথির আধুনিক মালয়েশিয়ার স্থপতি। ১৯৮১ সাল থেকে টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে ২০০৩ সালে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে অবসরে যান তিনি।

কিন্তু অবসর গ্রহণের ১৫ বছর পর প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগে আবারো আসেন রাজনীতিতে। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।