এতিমদের পাশে জাকিয়া বারী মম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৭ এএম, ২৭ মে ২০১৯ সোমবার
জনপ্রিয় নাট্যাভিনেত্রী জাকিয়া বারী মম সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবন্ধী ও এতিমদের পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি রাজধানীর উত্তরায় প্রায় অর্ধশত অসহায় এতিম, প্রতিবন্ধীদের সঙ্গে ইফতার করার পাশাপাশি তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। গরিব, অসহায় এসব শিশুরা এ সময় মমকে পাশে পেয়ে বেশ উচ্ছ্বসিত হন।
এ বিষয়ে মম বলেন, সবসময়ই ইচ্ছা করে অসহায় এতিম প্রতিবন্ধীদের জন্য কিছু করতে। শিল্পীদের মধ্যে অনেককেই অনেক সময় অসহায়দের পাশে দাঁড়াতে দেখেছি। আমি দেখেছি, শুধু দেশেই নয় দেশের বাইরেও বিশ্বব্যাপী অসহায় এতিম প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়িয়েছেন আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় ববিতা আপা। তার এ বিষয়টিও আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আমারো সবসময় ইচ্ছা করে তাদের পাশে দাঁড়াতে।
তিনি আরো বলেন, আমার যদি অনেক অর্থ থাকতো, তাহলে হয়তো সমাজের সব অসহায় এতিম প্রতিবন্ধীর পাশে দাঁড়াতাম। তাদের আর কোনো কষ্ট থাকত না। তারপরও, তাদের জন্য আমি যতটুকুই করতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক ভালোলাগার, আনন্দের।
এদিকে, জাকিয়া বারী মম বর্তমানে ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এবার অনান্যবারের চেয়ে বেছে বেছে কাজ করছেন। এবারর ঈদে তার অভিনীত ‘শেষ চিঠি’, ‘তুমি কার আকাশে ওড়ো’, ‘ভুল ভাঙাতে ভুল করা’, ‘কানামাছি’সহ বেশ কিছু নাটক টেলিভিশন ও অনলাইন মাধ্যম গুলোতে প্রচারিত হবে।