ঈদে রেডিওতে চলচ্চিত্র ‘প্রেমের জোয়ার-দ্য লাভ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১০ এএম, ২৭ মে ২০১৯ সোমবার
ঈদের ছুটিতে সিনেমা হলে গিয়ে অনেকে চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। কেউ টিভি দেখতে, আবার অনেকে সারা দিন রেডিও শুনে কাটিয়ে দেন। সেসব রেডিও শ্রোতাদের জন্য রয়েছে সুখবর। সেটা হলো, এবার ঈদে তারা রেডিওতে সিনেমা শুনতে পাবেন।
৩০ মিনিটের এই রেডিও চলচ্চিত্রটির নাম ‘প্রেমের জোয়ার- দ্য লাভ’। জাগো এফএম ৯৪.৪ নিবেদিত আরজে মেঘলা প্রযোজিত, ছবিটি পরিচালনা করেছেন আরজে নীলাঞ্জনা।
ঈদের পরের দিন আরএফএল ওয়াটার পাম্পের সৌজন্যে ঠিক রাত ৯টায় শুধু জাগো এফএম ৯৪.৪-এ চলচ্চিত্রটি শোনা যাবে।
এই রেডিও সিনেমাতে অভিনয় করেছেন জাগো এফএমের স্টেশন হেড আরজে উদয়, আরজে মেঘলা, আরজে নীলাঞ্জনা, আরজে অপূর্ব, আরজে রোজেনসহ জাগো এফএমের অনেক কর্মকর্তা।
সিনেমার নায়ক চরিত্রে আরজে উদয় ও নায়িকা চরিত্রে আরজে মেঘলা কণ্ঠাভিনয় করেছেন। এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় তাঁদের।
কণ্ঠাভিনয়ের অভিজ্ঞতা নিয়ে আরজে মেঘলা বলেন, ‘খুবই মজার অভিজ্ঞতা হয়েছে। এটা মূলত রোমান্টিক-অ্যাকশন-কমেডি ধরনের ছবি। আগেকার বাংলা সিনেমার আদলে এটি নির্মাণ করেছি আমরা। বাংলা সিনেমার মজার মজার ডায়ালগ আর মজার কিছু বিষয় উপস্থাপন করা হবে এই রেডিও ফিল্মে। এ ছাড়া এই ফিল্মে থাকছে একটি প্যারোডি গান। সব মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে এই রেডিও ফিল্ম।’
এরই মধ্যে ছবিটির প্রচারের জন্য চার হাজার পোস্টার ছাপানো হয়েছে বলে জানান আরজে মেঘলা। তিনি বলেন, ‘একটা পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমার জন্য যেরকম প্রচার করা হয়, আমরাও তেমনি এই রেডিও সিনেমার জন্য প্রচারণার কাজ করছি। ঢাকা শহরে যেখানে যেখানে পোস্টার লাগানোর অনুমতি পাওয়া যাবে, সেখানে আমরা পোস্টার লাগাব।’
অন্যদিকে, আরজে উদয় বলেন, ‘আমরা তো সবসময় রেডিওতে একই ধরনের কাজ করি। এবার ঈদে শ্রোতারা ভিন্ন কিছু শুনতে পাবেন। এর আগে রেডিওর জন্য আমরা নাটক করেছি। প্রথমবারের মতো সিনেমা করার অভিজ্ঞতা হলো। সবার টিমওয়ার্ক অসাধারণ ছিল। আশা করছি, সিনেমাটা আমাদের শ্রোতাদের ভালো লাগবে।’
এদিকে, রেডিও ছবিটিতে ‘প্রেম করা এত সহজ না’ শিরোনামে একটি গান আছে। এতে কণ্ঠ দিয়েছেন আরজে নীলাঞ্জনা ও আরজে রোজেন। রোমান্টিক মিষ্টি প্রেমের কাহিনীর এই ছবির সাউন্ড নিয়ে কাজ করেছেন আজমির রিফাত।