সাইফুল্লাহ রুমীর কথায় আশিকের ঈদের গান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৭ এএম, ২৭ মে ২০১৯ সোমবার
বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক নতুন দুটি গান নিয়ে আসছেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রকাশিতব্য গান দুটির নাম হচ্ছে ‘প্রাণ বন্ধুয়া’ ও ‘দেহ পিঞ্জর’।
রোম্যান্টিক ও আধ্যাত্মিক ঘরানার এই দুটি গানের কথা লিখেছেন কবি ও গীতিকার শেখ সাইফুল্লাহ রুমী। গানগুলোর সুর করেছেন সালেহ বিশ্বাস। সঙ্গীত পরিচালনা করেছেন এস রুহুল। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশ হবে।
নতুন এই গান দুটি নিয়ে শিল্পী আশিক বলেন, দুটি গান দুই রকমের। তবে ভালো লাগার মতো অনেক কিছু আছে এগুলোতে। গান দুটি শ্রোতাদের প্রিয় গানের তালিকায় জায়গা করে নেবে বলে আশা করছি।
গীতিকার শেখ সাইফুল্লাহ রুমী বলেন, ‘প্রাণ বন্ধুয়া’ ও ‘দেহ পিঞ্জর’ গানগুলোর কথা আমারও বেশ পছন্দের। আশাকরি দর্শক ভালো কিছু পাবে এবারের ঈদে। আর সুর-সঙ্গীতের পাশাপাশি আশিক ভাইও দারুণ গেয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। নতুন গান দুটি নিয়ে আমরা আশাবাদি।