শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সবাইকে নিয়ে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে লড়বো: শামীম ওসমান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

সবাইকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ গড়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান। তিনি সব দলের সঙ্গে বসে মাদক-সন্ত্রাস-ঘুষের বিরুদ্ধে কাজ করার কথাও বলেছেন।


সোমবার (২৭ মে) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শামীম ওসমান।

এ সংসদ সদস্য বলেন, গতবারের মত এবারও নারায়ণগঞ্জে ঈদের বড় জামাত করা হবে। মদিনা শরিফের আদলে প্রায় দেড় লাখ স্কয়ার ফিটে এবার জামাত হবে। ইতোমধ্যে জেলা প্রশাসনকে আমি বলেছি একটা কমিটি করে দিতে, যেন আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকে। আমাদের মৃত্যুর পরেও যেন এ জামাত অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জের সাম্প্রতিক ইস্যুতে তিনি বলেন, নারায়ণগঞ্জে অনেক চটকদার চটকদার খেলা হয়। আল্লাহর হুকুমে আমার ধৈর্য হয়েছে। সে কারণে হয়তো মেজাজ চড়া হয় না। এসব খেলায় কিছু হবে না। আমাদের নারায়ণগঞ্জ আমরাই গড়বো। ঈদের পর ১৬ জুন থেকেই আমরা শুরু করবো। কারণ ২০০১ সালের ১৬ জুন আমাদের ওপর বোমা হামলা হয়েছিল। ২০ জন মারা যায়। অনেকে পঙ্গু। আমি নিজেও এক্সটেনশন লাইফে আছি। সে কারণেই এ দিন থেকেই নারায়ণগঞ্জকে গড়ে তুলতে আমরাই কাজ করবো। সব দলের সঙ্গে বসবো। মাদক, সন্ত্রাস, ঘুষের বিরুদ্ধে কাজ করবো। রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিতে দেখি। এসব রুখতে হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।