শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মারা গেলেন অজয়ের বাবা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১০ এএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

প্রখ্যাত বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা ও বিশিষ্ট অ্যাকশন ডিরেক্টর ভীরু দেবগন মারা গেছেন। সোমবার সকালে শ্বাসকষ্টজনিত রোগে তাকে মুম্বাইয়ের সান্তাক্রজের সূর্য হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই কার্ডিয়াক অ্যাটাক হলে শ্বাসকষ্ট শুরু হয়ে মারা যান তিনি।

অজয় দেবগন ১৯৯৯ সালে হিন্দুস্তান কি কাসাম সিনেমায় অভিনয় করেছিলেন। ছেলের ওই ছবিতেই তিনি ফাইট কোরিওগ্রাফ করেন।  এ ছাড়া ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, মনীষা কৈরালা ও সুষ্মিতা সেন। 

ভীরু দেবগন ৮০টিরও বেশি ছবিতে তিনি ফাইট সিন কোরিওগ্রাফ করেছেন। এরই মধ্যে ১৯৯৪ সালের দিলওয়ালে, ১৯৮৩-র হিম্মতওয়ালা, ১৯৮৮ শাহেনশাহ সিনেমা মনে রাখার মতো। 

 

এদিকে বাবার অসুস্থতার জন্য আসন্ন ছবি দে দে প্য়ায়ার দে ছবির প্রমোশন প্রায় ১৫ দিন পিছিয়ে দিয়েছিলেন অজয়। পুত্র ও পিতাকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল টোটাল ধামাল সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের সময়।

অজয় দেবগণের প্রথম ছবি ‘ফুল আউর কাঁটে’ ১৯৯১ সালে মুক্তি পায়। সোমবার সন্ধায় ভীরু দেবগনের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।