বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিনেতা করণ ওবেরয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

ধর্ষণের অভিযোগ জানানোর পর আক্রান্ত হলেন নির্যাতিতা। শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। কিছুদিন আগে এক মহিলা অভিযোগ তুলেছিলেন অভিনেতা করণ ওবেরয় তাকে ধর্ষণ করেছেন। এবারও করণের বিরুদ্ধেই উঠল অভিযোগ।

অভিযোগ, শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই মহিলা। তখনই তার উপর হামলা চালানো হয়। বাইকে চেপে এক দুষ্কৃতী তাকে ধাওয়া করে। এরপর ধারালো একটি ছুরি দিয়ে তার হাতে আঘাত করে সে। হুমকি দেয়, এরপরও যদি ওই মহিলার না তাদের কথা না শোনেন, তবে তার উপর অ্যাসিড হামলা হবে। কয়েকটি কাগজ রাস্তায় ফেলে সেগুলি পড়ার কথাও বলে দুষ্কৃতী। তা সত্ত্বেও কথা শোনেননি ওই মহিলা। উল্টো চিৎকার জুড়ে দেন তিনি। ওই চিৎকার শুনে আশপাশ থেকে দু’জন মহিলা এগিয়ে আসেন। বিপদ বুঝে পালিয়ে যায় দুষ্কৃতী।

সমাজসেবী সাহেব প্যাটেল জানিয়েছেন, করণ ওবেরয় ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন। এখন তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। এখন যদি অভিযোগকারী হুমকির ফলে নিজেই ময়দান থেকে সরে যায় তবে করণের পোয়াবারো। ওশিওয়াড়া থানার সিনিয়র পুলিশ অফিসার শৈলেশ পাসালওয়ার বলেছেন, ঘটনায় ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। সকাল সাড়ে ছ’টা নাগাদ লোখন্ডওয়ালার পিছনের রাস্তায় ওই মহিলার উপর হামলা চালানো হয়। ইতিমধ্যেই ৩২৪ ধারায় দুই দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

এর আগে গত ৬ মে এক মডেল-অভিনেত্রী করণ ওবেরয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওশিওয়াড়া থানায়। ওই মহিলার অভিযোগ, করণ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন। শুধু তাই নয়, ধর্ষণের সময় সবকিছু রেকর্ড করা হতো বলেও অভিযোগ তোলেন ওই মহিলা।

তিনি বলেন, তখন যে ভিডিও রেকর্ড করেছেন করণ, সেগুলি দেখিয়ে এখন ওই মহিলাকে ব্ল্যাকমেল করেন অভিনেতা। হুমকি দেন, টাকা না দিলে ভিডিওগুলি প্রকাশ করে দেবেন তিনি। এর পরিপেক্ষিতে করণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩৮৪ ধারায় মামলা দায়ের করা হয়।