বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন ধর্ষণের অভিযোগে গ্রেফতার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

ভারতের জি বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’। ২০১৫ সালে এই রিয়েলিটি শো’র চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌম্য চক্রবর্তী। রোববার তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে কলকাতার কাশীপুর থানার পুলিশ। এরপর সোমবার সৌম্যকে শিয়ালদহ এসিজিএম আদালতে তোলা হয়।

শুনানি শেষে আদালত সৌম্য চক্রবর্তীকে ১ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সেদিন শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। জানা গেছে, তাঁর বিরুদ্ধে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের অভিযোগ করেছেন।

 

সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারীর বাড়ি হাওড়ায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের ছাত্র ছাত্রী। গান গাওয়ার সূত্রেই সৌম্য চক্রবর্তীর সঙ্গে তার পরিচয় হয়। অল্প দিনেই বন্ধুত্ব গাঢ় হয় তাদের। এর পর সৌম্যর মা তাকে একদিন দক্ষিণেশ্বরের বাড়িতে নিমন্ত্রণ করেন।

খাবার খাওয়ার পর মেয়েটিকে সৌম্য তার নিজের রুমে নিয়ে যান। এ সময় সৌম্য তাকে কোমল পানীয় খেতে দেন। মেয়েটির অভিযোগ, সেই কোমল পানীয়র সঙ্গে আগে থেকেই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে রাখা হয়েছিল। ফলে তা খাওয়ার পর অল্প সময়েই মেয়েটি ঘুমিয়ে পড়েন। ওই সময় সৌম্য তাকে ধর্ষণ করে। ঘটনার শুরু ২০১৬ সালে।

এখানেই শেষ নয়। মেয়েটি আরও অভিযোগ করেছেন, ওই অবস্থায় সৌম্য তার আপত্তিকর ছবি তোলেন এবং পরে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেই ছবি দেখিয়ে মেয়েটিকে সৌম্য নানা ভাবে ব্ল্যাকমেল করেন এবং আরও একাধিকবার ধর্ষণ করেন।

৫ মে কাশীপুর থানায় সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন মেয়েটি। মামলায় সৌম্যর মা এবং তার মামার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দুজনই পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন হওয়ার পর ওই বছরই দীর্ঘদিনের প্রেমিকা রূপসাকে বিয়ে করেন সৌম্য চক্রবর্তী। তাঁরা কলকাতায় থাকেন। তাদের দুই বছর বয়সের এক কন্যাসন্তান রয়েছে। ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৮ সালে সৌম্য চক্রবর্তী ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেন।

২০১৫ সালে ‘সারেগামাপা’র গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন লাইট মিউজিক বিভাগে দুর্নিবার, ক্ল্যাসিক্যাল বিভাগে দীপন আর ফোক বিভাগে যৌথভাবে তুলিকা গঙ্গাধর ও সৌম্য চক্রবর্তী। পরে তাদের মধ্যে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেন পুরুলিয়ার ছেলে সৌম্য চক্রবর্তী।