ব্রাজিলের চার কারাগারে ৪২ বন্দির মরদেহ উদ্ধার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার
ব্রাজিলের উত্তরাঞ্চলের চারটি কারাগারে ৪২ বন্দির মরদেহ পাওয়া গেছে। সোমবার অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউসের কারাগারগুলোতে এই বন্দিদের মৃত্যু হয়। তাদের সবারই শ্বাসরোধে সৃষ্ট সমস্যায় মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
তারা বলছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কারাগার পরিদর্শনের সময় চারটি কারাগারে এই ৪২ মরদেহ পাওয়া যায়।
এদিকে, কী কারণে এতোসংখ্যক বন্দির প্রাণ ঝরেছে তা জানতে এবং পরিস্থিতির লাগাম টানতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, একটি কারাগারে সংঘর্ষে ১৫ বন্দি নিহত হওয়ার একদিন পর এই ৪২ মরদেহ পাওয়া গেলো।