জাপানে সম্রাটের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার
জাপানের নতুন সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিংহাসনে আরোহণের পরে এই প্রথম কোনও রাষ্ট্রনেতা জাপানের সম্রাটের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে সাক্ষাৎ করলেন।
টোকিওর রাজকীয় প্রাসাদে সোমবার তাদেরকে স্বাগত জানিয়েছেন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো।
সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করার আগেই কাল ট্রাম্প টুইটারে লিখেছিলেন, ‘‘২০০ বছর পরে এমন একটা ঘটনা ঘটল। আমেরিকার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’’
চার দিনের জাপান সফরে গত শনিবার টোকিয়ো পৌঁছেছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়া ট্রাম্পকে নিয়ে রাজপ্রাসাদে যান মার্কিন প্রেসিডেন্ট। রাজপ্রাসাদের মূল ফটকের দু’ধারে আমেরিকা আর জাপানের পতাকা হাতে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান জাপানবাসীদের একাংশ।
ট্রাম্পকে দেওয়া হয় গার্ড অব অনারও। প্রাসাদে ঢুকে নারুহিতোর সামনে সামান্য মাথাও ঝোঁকান প্রেসিডেন্ট। রাতে প্রাসাদে একসঙ্গে বিশেষ নৈশভোজ সারেন দুই দম্পতি। তার আগে সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দেখা করেন ট্রাম্প। একসঙ্গে গল্ফ-ও খেলেন।