ইতেকাফকারীদের আগমনে মুখরিত আল-আকসা মসজিদ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার
পবিত্র রমজানের শেষ দশকে ইতেকাফ করতে আসা হাজার হাজার মুসল্লির যিকির-আযকারে মুখরিত হয়ে উঠছে মুসলমানদের প্রথম কিবলাহ ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল-আকসা।
ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে রমযানের শেষ দশকে মুসল্লিদের জন্য ‘বাবুল ইতেকাফ’ খুলে দেয়ার ঘোষণা আসার পর থেকেই আল-আকসায় ধর্মপ্রাণ মুসল্লিদের ভীড় উল্লেখযোগ্য সংখ্যক হারে বৃদ্ধি পেয়েছে।
২৫ মে রাতে তারাবীর নামাজ আদায় করতে হাজির হয়েছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। এর আগে ১১ মে মাসজিদুল আকসা থেকে ইতিকাফরত মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছিল ইসরাইলি বাহিনী।
প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, শনিবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনী জেরুজালেমের আল-আকসা মসজিদ থেকে ইতেকাফরত ফিলিস্তিনি মুসল্লিদের জোরপূর্বক সরিয়ে দেয়।
পবিত্র মসজিদ আল-আকসায় ফিলিস্তিন ছাড়াও বিশ্বের নানাপ্রান্তের মানুষ এসে ইতেকাফ আদায় করতে ভালোবাসেন। এটি মুসলমানদের প্রথম কিবলা। মর্যাদা বিবেচনায় হারামাইন শরীফের পরেই এর অবস্থান।
নিয়ত করে ইবাদাতের উদ্দেশে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। শেষ ১০দিন ছাড়াও রমজানজুড়ে অনেক মুসল্লি ইতিকাফের উদ্দেশে মসজিদে অবস্থান করেন।