নুসরাত হত্যা মামলার চার্জশিট বুধবার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ২৯ মে ২০১৯ বুধবার
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট বুধবার আদালতে জমা দেয়া হবে। এ ঘটনায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই-এর প্রধান উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার।
তিনি জানান, চার্জশিটে অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও ফেনী আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ১৬ জনকে আসামি করা হচ্ছে। মামলায় মোট সাক্ষী করা হয়েছে ৯২ জনকে। এর মধ্যে সাত জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে করা আইসিটি মামলার পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে বলেও জানান পিবিআই প্রধান।