বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুমার বিশ্বজিৎ-এর ‘যেখানে সীমান্ত তোমার’ গাইবেন নোবেল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৯ মে ২০১৯ বুধবার

কলকাতার গানের রিয়েলিটি শো সারেগামাপা'। যা বাংলাদেশেও রীতিমতো এখন জনপ্রিয়। এই রিয়েলিটি শোর আগামী পর্বে বাংলাদেশের নোবেল গাওয়ার কথা পাহাড়ি ও খাম্বাজ রাগের একটি গান। এমনি একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অনুষ্ঠানের বিচারক মোনালি ঠাকুর। কিন্তু নোবেল কোন গানটি গাইবেন, সেটাও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণেই জানা গেছে। 

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জি বাংলা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছে যে নোবেল এদিন গাইবেন কুমার বিশ্বজিৎ-এর গাওয়া 'যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার' গানটি। তুমুল এই জনপ্রিয় গানটি লিখেছিলেন কাওসার আহমেদ ও সুর করেছিলেন লাকী আখান্দ। 

ইতোমধ্যে গানের ট্রেলার অংশ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু যে চ্যালেঞ্জ মোনালি ঠাকুর ছুঁড়ে দিয়েছিলেন, সেই রাগের গান কি 'যেখানে সীমান্ত তোমার?' শুরু হয়ে গেছে তর্ক-বিতর্ক ইতোমধ্যে। অনেকেই বলছেন মোনালি ঠাকুরের চ্যালেঞ্জে হেরে যাবেন নোবেল। কেননা নোবেলের গাওয়া গান পাহাড়ি ও খাম্বাজ রাগের গান নয়। আসলেই কি তাই? এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত নোবেলের জন্য কি অপেক্ষা করছে।