শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সাজিদ জাভিদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৯ মে ২০১৯ বুধবার

প্রথম মুসলিম হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন  সাজিদ জাভিদ (৪৯)। পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ বর্তমানে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ব্রিটেনের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী থেকে তিনিই প্রথম ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন।   

গত সোমবার সাজিদ জাভিদ টুইটারে জানান, আমি কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে অংশগ্রহণ করছি। যুক্তরাজ্যজুড়ে ঐক্য ফিরিয়ে আনা, বিশ্বাস পুনরুদ্ধার এবং নতুন নতুন সুযোগ সৃষ্টি করা প্রয়োজন আমাদের। সবার আগে আমাদের ব্রেক্সিট পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে জাভিদ সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

তিনি দলটির নেতা হওয়ার লড়াইয়ে নবম সদস্য হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করলেন। যিনি জিতবেন, তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

 

গত শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষণা দেন, তিনি ৭ জুন পদত্যাগ করবেন।