শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে মদপানে একই পরিবারের চার জনসহ ১০ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫২ এএম, ২৯ মে ২০১৯ বুধবার

ভারতের উত্তর প্রদেশের বারাবংকি জেলার রামনগরে ভেজাল মদপানে একই পরিবারের চার জনসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) রাতের এ ঘটনা ঘটনায় আরও কয়েকজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, রামনগর এলাকায় শুল্ক বিভাগ অনুমোদিত একটি দোকান থেকে সোমবার রাতে কেনা দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। দ্রুত তাদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জন মারা যান। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বারাবংকি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রাণীগঞ্জ ও এর আশপাশের গ্রামের বাসিন্দা। ঘটনার পরপরই মদের দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। দোষীদের ধরতে মাঠে নেমেছে পুলিশের তিনটি টিম।

এদিকে, এ ঘটনার পরপর ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আতিদ্যনাথ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।