কোডিং না জেনেও ইয়াহুর ত্রুটি ধরে জিতলেন ১৫ লাখ ডলার!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার

ওয়েবসাইটে বাগ বা ত্রুটি একটি সাধারণ ব্যাপার। ফেসবুক, গুগল ও ইয়াহুসহ বিভিন্ন অনলাইন-জায়ান্টরা তাদের ওয়েবসাইটে বাগ ধরে দিলে অর্থ পুরস্কার দিয়ে থাকে।
এমন পুরস্কার পেয়েছেন লিচফিল্ড নামে এক ব্যক্তি।
জানা গেছে, লিচফিল্ডের ইয়াহু মেইলে হঠাৎ একদিন ই–মেইল আসে, তিনি ১৫ লাখ ডলার অর্থ পুরস্কার পেয়েছেন। মেইলটি খোদ ইয়াহু কর্তৃপক্ষ পাঠিয়েছে। এতে লেখা ছিল, ‘আমরা আপনাকে কিছু অর্থ দেব। আপনি কি তা চান?’
কর্তৃপক্ষ জানায়, তাদের ওয়েবসাইটে একটি ‘বাগ’ ধরে দেওয়ায় পুরস্কারটি দিচ্ছে তারা।
লিচফিল্ড বলেন, তিনি ওই ত্রুটি ধরে দেওয়ার কথা ভুলেই গিয়েছিলেন। কাজটি নিতান্তই স্বেচ্ছাসেবকের মতো করেছিলেন তিনি।
তিনি বলেন, যে কেউই কাজটি করতে পারেন। এর জন্য কোডিং জ্ঞানও থাকতে হবে, এমন কোনো কথা নেই। তিনি নিজেও কোডিং পারেন না।