মিয়ানমারে মুসলিম-বিদ্বেষী ভিক্ষুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৩ এএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার
মিয়ানমারের কট্টর মুসলিম-বিদ্বেষী এক বৌদ্ধ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইয়াঙ্গুনের একটি আদালত। পুলিশের উদ্ধৃতিতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, অশ্বিন উইরাথুর নামে ওই ভিক্ষুর বিরুদ্ধে দেশদ্রোহিতার এক মামলায় গ্রেফতারের আদেশ দেয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার তিন বছরের কারাদণ্ড হতে পারে।
এ বৌদ্ধ ভিক্ষু সোশ্যাল মিডিয়াসহ অন্যান্যা জায়গায় মুসলিমদের, বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে খোলাখুলি বিদ্বেষ এবং উস্কানিমুলক বক্তব্য দিতেন। এ ছাড়া মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান বয়কটের ডাক দিয়েছিলেন। গত বছর রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দেয়ার কারণে ফেসবুক তাকে নিষিদ্ধ করে।
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গারের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পান উইরাথু। সম্প্রতি তিনি মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গারের পাশাপাশি অং সান সূচির সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেন। সূত্র: বিবিসি বাংলা।