শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

আচমকা পদত্যাগ করেছেন পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) প্রধান নির্বাহী অফিসার (সিইও) রিচার্ড মরিন। 

মঙ্গলবার (২৯ মে) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরিনের এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, রিচার্ড মরিন পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীর পদ থেকে অব্যাহতি নিয়েছেন। কর্তৃপক্ষ তার এই পদত্যাগপত্র এরই মধ্যে জমা নিয়েছ।

এ দিকে ‘পিএসএক্সে’র সদ্য পদত্যাগী প্রধান নির্বাহী রিচার্ড মরিনের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিযুক্ত হওয়ার পর তিনি চীনের অন্তত তিনটি এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে কাজ শুরু করেন। যেখানে তিনি কনসোর্টিয়ামের বিনিময়ের মাধ্যমে প্রায় ৪০ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ নেন।

পরবর্তীতে গত ৯ মে পাকিস্তান বোর্ডের বোর্স কমিটি রিচার্ড মরিন কানাডিয়ান ওয়েল্থ ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে কাজ করছেন কি না তা জানতে চেয়ে একটি নোটিশ জারি করে। বিশ্লেষকদের দাবি, এই নোটিশের পরিপ্রেক্ষিতেই তিনি আচমকা পদত্যাগ করেছেন।

অপর দিকে তার এই পদত্যাগপত্র গ্রহণের পর ‘পিএসএক্সে’র পরিচালনা পরিষদ বিষয়টি পাকিস্তানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানিয়েছে। যে কারণে কর্তৃপক্ষ এরই মধ্যে নতুন সিইও নিয়োগের বিষয়ে তৎপর হয়ে উঠেছে। সূত্র: রয়টার্স