রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

নতুন দু`টি ডিভাইস নিয়ে হাজির রেডমি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫১ এএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

রেডমি কে২০ প্রো ও রেডমি কে২০ শিরোনামের ফোন দুটি উন্মোচন করেছে শাওমির সাবব্র্যান্ড রেডমি। চীনে ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে ইতোমধ্যে। এরপরই বিশ্বের অন্যান্য দেশে ডিভাইসগুলো পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কী আছে ডিভাইসগুলোতে, জেনে নিন-
রেডমি কে২০ প্রো

ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ও ৬ দশমিক ৩৯ ইঞ্চি ডিসপ্লে (রেজুলেশন ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল)। ফোনটির পেছনে ৪৮, ৮ ও ১৩ মেগাফিক্সেলের তিনটি ক্যামেরা থাকবে। সামনে থাকবে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে আরো রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ব্যাকআপ দিতে আছে ৪০০০ এমএএইচের ব্যাটারি। রেডমি কে২০ প্রোয়ের ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৬২ ডলার (৩০ হাজার ৪০৮ টাকা) ও ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ পাওয়া যাবে ৪৩৫ ডলারে (সাড়ে ৩৬ হাজার টাকা)।

রেডমি কে২০

ফোনটিতে কে২০ প্রোয়ের প্রায় সব স্পেসিফিকেশনই রয়েছে। তবে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর, যা কে২০ প্রোয়ের চেয়ে কম শক্তিশালি। ব্যাকআপের জন্য থাকা ৪০০০ এমএএইচের ব্যাটারিটি সাপোর্ট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। রেডমি কে২০ এর ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৮৯ ডলার (২৪ হাজার ২৬৭ টাকা) ও ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে ৩০৪ ডলার (সাড়ে ২৫ হাজার টাকা)।