গুগলের ডুডলে বিশ্বকাপ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। এ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল।
জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটির হোমপেজে ডুডলটি প্রদর্শিত হচ্ছে।
গুগল লেখাটির প্রথম ইংরেজি ‘ও’ অক্ষরটিকে ওয়ানডে ক্রিকেটের রঙিন বল এবং ‘এল’ অক্ষরটিকে স্ট্যাম্প দিয়ে সাজিয়ে ডুডলটি প্রদর্শন করছে গুগল।
ডুডলটিতে ক্লিক করলে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি দেখানো হচ্ছে। এছাড়াও বিশ্বকাপ নিয়ে গুগলের নানা অনুসন্ধানও দেখানো হচ্ছে।
গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা–ই ডুডল।