জয়া-রাজ্জাকের ২২ রান!
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার
বিশ্বকাপ আসরের শেষ আনুষ্ঠানিকতা হলো বুধবার রাতে। বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব দেশের অধিনায়ক ও প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন জয়া আহসান এবং জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
এবারের আসরে অংশগ্রহণকারী সব দেশের দুজন তারকা প্রতিনিধির অংশগ্রহণে বুধবার ৬০ সেকেন্ডের স্ট্রিট ক্রিকেট চ্যালেঞ্জ গেমের আয়োজন করা হয়। অভিনেত্রী জয়া আহসান ও ক্রিকেটার আব্দুর রাজ্জাক বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। যদিও জয়া কোনো রান করতে পারেননি তবে স্পিনার আব্দুর রাজ্জাক ২২ রান করেন।
এদিকে, শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই’র উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে।
এর আগে বিশ্বকাপের সব উদ্বোধনী অনুষ্ঠান মাঠে হলেও এবার নতুন রেকর্ড গড়লো আইসিসি। প্রথমবারের মত মাঠের বাইরে দ্য মলে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা । সঙ্গীত, সংস্কৃতি আর ক্রিকেটকে ভিন্নভাবে উপস্থাপন করে অনুষ্ঠানকে আকর্ষনীয় করে তোলেন আয়োজকরা।