শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পবিত্র জুমাতুল বিদা আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

পবিত্র জুমাতুল বিদা আজ শুক্রবার। রমজানের শেষ জুমা বলে এদিন সারা দেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।

মুসলমানরা ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে দিনটি পালন করে থাকেন। শুক্রবার মুসল্লিরা জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করা হবে।

এদিকে প্রতি বছরের মতো এবারো জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

প্রত্যেক বছরের মতো এবারো দেশব্যাপী মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হবে।

 

জাতীয় মসজিদে জুমাতুল বিদার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করবেন বলে বায়তুল মোকাররম কর্তৃপক্ষ আশাপ্রকাশ করেছেন।

বায়তুল মোকাররম ছাড়াও দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।