বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ২৯ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানুষের ঘ্রাণ শুঁকেই ভবিষ্যৎ বলে দিচ্ছেন জোভান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে একক নাটক ঘ্রানুষ। রণক ইকরামের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। 

এই নাটকে জোভানকে দেখা যাবে অদ্ভুত একজন মানুষের চরিত্রে। এই মানুষ সারাক্ষণই কেবল ঘ্রাণ নেয়। আর মানুষের ঘ্রাণ শুঁকে তার অতীত-বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারে। ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় সাফা কবিরের।এর পর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। 

নাটকটির প্রসঙ্গে জোভান বলেন, এই ঈদে আমি চেষ্টা করেছি বেশ কিছু ভিন্নধর্মী গল্পে কাজ করার। ঘ্রানুষ এরকমই একটি গল্প। গতানুগতিক প্রেম ভালোবাসার বাইরের একটি গল্পে কাজ করে ভালো লেগেছে। আশা করছি আমার ভক্তরাও নাটকটিকে আমাকে নতুন ভাবে আবিষ্কার করবে।

 

ঘ্রানুষ নাটকটিতে জোভান-সাফা ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মিষ্টি জোহা, রিসার্ত ও অন্যান্যরা। ফ্যাক্টর থ্রি সল্যুশনের পরিবেশনা ও সাউন্ডটেক এর প্রযোজনায় নাটকটি এই ঈদে নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।