ঢাকায় আসছে ‘গডজিলা’, ভাঙ্গবে অতীতের রেকর্ডও! (ভিডিও)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার
‘গডজিলা’ ফ্র্যাঞ্চাইজি শেষ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৪ সালে। এরপর দীর্ঘ চার বছরের বিরতির পর আবারো দর্শকদের সামনে হাজির হচ্ছে ছবিটির সিক্যুয়েল ‘গডজিলা: দ্য কিং অব মনস্টার’। শুক্রবার (৩১ মে) আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও এটি প্রদর্শিত হবে।
ছবিটি পরিচালনা করেছেন মাইকেল ডগার্টি। অভিনয়ে করেছেন কাইল চ্যান্ডলার, ভেরা ফারমিগা, স্যালি হওকিন্স, শিয়া জ্যাকসন ও ব্রাডলি উইথফোর্ড। কাইল চ্যান্ডলারকে সিনেমার মূল চরিত্রে দেখা যাবে। এতে তিনি একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করেছেন। ৪৩ বছর বয়সী হলিউড অভিনেত্রী ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে। সিনেমায় দেখানো হবে কিভাবে গডজিলা নিজেকে আলফা অব দ্য টাইটানে পরিণত করে।
নতুন রূপে এবং নতুন গল্পে গডজিলাকে দেখার জন্য আগ্রহের যেন কোন কমতি নেই এর ভক্তদের মাঝে। আশা করা হচ্ছে, আগের পর্বকে ছাড়িয়ে যাবে সিনেমাটির সাফল্য। প্রথম সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের বক্স অফিসে বাজিমাত করেছিলো এটি। মুক্তি পেয়েই সিনেমাটি ঘরে তুলেছে ৯৩ লাখ ডলার যা ছিল ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়। তার আগে এ রেকর্ডটি ছিল সুপারহিরো সিনেমা ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’র দখলে।