শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘জয় শ্রী রাম’ শুনেই মেজাজ হারালেন মমতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

সদ্য শেষ হওয়া ভারতের লোকসভা নির্বাচনে একাধিক প্রচরাণা কিংবা জনসভায় ধর্মনিরপেক্ষতার কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যেমন হিন্দুদের ধর্ম উচ্চারণ করেন তেমনি মুসলিম, শিখ, খিষ্ট্রানদের মন্ত্র বা শ্লোক উচ্চারণ করতেও তাকে দেখা যায়। সেই মমতাই এবার রামের নাম শুনে ক্ষেপে গেলেন। তাকে উদ্দেশ্য করে ‘জয় শ্রী রাম’ ধ্বনি উড়ে আসতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া এলাকায়। ওই জেলারই নৈহাটিতে সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচারের ঘটনার ঘরছাড়াদের ঘরে ফেরার দাবিতেই ওই সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। আর ওই অনুষ্ঠানে যোগ দিতেই ভাটপাড়ার ওপর দিয়ে তার গাড়িবহর যাওয়ার সময়ই রিল্যায়েন্স জুট মিলের সামনে তাকে উদ্দেশ্য করে ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান দিতে থাকেন। 

স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী। মমতাকে বলতে শোনা যায় আপনারা নিজেদের কী ভাবেন? আপনারা অন্য রাজ্য থেকে আসবেন, এখানে থাকবেন এবং আমাদেরকে গালাগালি দেবেন? আমি এটা সহ্য করবো না। আমাকে গালি দিতে সাহস পান কি করে? আপনাদের সবার নাম ও বিস্তারিত লিখে রাখা হবে। এসময় তার সাথেই থাকা রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি বিনীত গোয়েলকে নির্দেশ দেন যারা স্লোগান দিয়েছেন তাদের নাম লিখে রাখতে। এরপর মুখ্যমন্ত্রী নিজের গাড়িতে উঠে আবার সামনের দিকে এগোতে থাকলে ফের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শোনা যায়। এরপর মুখ্যমন্ত্রীর গাড়ি সামনের দিকে এগোলে আরো একবার মমতাকে উদ্দেশ্য করে ‘জয় শ্রী রাম’ স্লোগান শোনা যায়। এসময় গাড়ি থেকে ফের নেমে মমতাকে বলতো শোনা যায় ‘ডাকাত ক্রিমিনাল-সবকয়টাকে তাড়িয়ে ছাড়বো।’ 

 

সবশেষে নৈহাটির সত্যাগ্রহ আন্দোলনের মঞ্চে উপস্থিত হন মমতা। সেখানেও এই প্রসঙ্গটি তুলে মমতা বলেন ‘আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। আমি কয়েকটা জুট মিলের সামনে দেখছিলাম-যাদের আমরা খাওয়াই, যাদের আমরা পড়াই, যাদের আমরা থাকতে দিই যাদের আমরা ভালোবাসি-বিজেপির রুপি নিয়ে আজ আমার গাড়ি বহরের সামনে হামলা করতে এসেছিল।’