শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়, ক্ষমা চাইলেন রেলমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ঈদযাত্রার শুরুতেই ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তির শিকার হওয়ায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ৩-৪টি ট্রেন ছাড়তে দেরি হয়েছে, এজন্য যাত্রীদের ভোগান্তি সইতে হচ্ছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। কাল থেকে আশা করছি শিডিউল বিপর্যয় হবে না।

শুক্রবার সকাল ১০টায় কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে রেলওয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন।

দুর্ঘটনাজনিত কারণে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী নুরুন ইসলাম সুজন বলেছেন, রংপুরের ট্রেনের শিডিউল বিপর্যয় কাটাতে কাল বিকল্প ব্যবস্থায় বিশেষ ট্রেন যাবে।

 

এদিকে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

যারা ২২মে প্রথম দিন অগ্রিম টিকিট কেটেছেন, তারাই শুক্রবার বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। এটি এই ঈদে অগ্রিম টিকিটের প্রথম যাত্রা।

এ সময় উপস্থিত ছিলেন- রেল সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম ও কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে কমলাপুর রেলস্টেশনে শুক্রবার রাজশাহীগামী ধূমকেতু ভোর ৬টায় ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় থাকলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত কমলাপুর ছাড়েনি। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় নির্ধারিত সময় থাকলেও সকাল ৯টা ৪০ মিনিটে ছাড়বে বলে সম্ভাব্য সময় দেয়া হয়েছিল।

চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও কমলাপুর থেকে ছেড়ে যায় সকাল সোয়া ৮টায়। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ছেড়ে যায় সাড়ে ৭টায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছাড়ার নির্ধারিত সময় থাকলেও দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে যাবে বলে সম্ভাব্য সময় দেয়া হয়েছে।

 

৩৩টি নির্ধারিত আন্ত‍ঃনগর ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে কমলাপুর থেকে আর সবকটি ট্রেনেই শিডিউল বিপর্যয় দেখা দেবে, কারণ অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছাতে পারছে না।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, ট্রেন কিছুটা দেরিতে ছেড়ে যাচ্ছে। তবে চেষ্টা করছি, যাতে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যেতে পারে।