সুন্দরীদের কারণেই সমকামী হননি এই প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৭ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
বারবার খবরের শিরোনাম হতে পছন্দ করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। জাপানে অবস্থানরত এই প্রেসিডেন্ট এবারো শিরোনাম হয়েছেন সেই পুরনো ‘চুমু’ ইস্যুতে। দেশটির একটি অনুষ্ঠানে কয়েকজন নারীকে মঞ্চে ডেকে চুমু দেন। তবে মজার বিষয়, সে সময় মঞ্চের পাশেই ছিলেন তার স্ত্রী। খবর-সিএনএন।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, দুতার্তে বাণিজ্য সম্মেলনে যোগ দিতে গত ২৮ মে জাপান সফরে যান। টোকিওতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে স্ত্রীর সামনেই পাঁচ ফিলিপিনো নারীকে মঞ্চে ডেকে চুমু দেন ৭৪ বছর বয়সী দুতার্তে।
দুতার্তের জাপান সফর উপলক্ষে টোকিওতে বসবাস করা ফিলিপাইনের নাগরিকরা ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষ হওয়ার পর দুতার্তে মঞ্চে তার আশপাশে থাকা ‘স্বেচ্ছাসেবী সুন্দরী’ নারীদের তাকে চুমু দিয়ে অনুষ্ঠান শেষ করতে বলেন।
ওই পাঁচ নারী দুতার্তেকে চুমু দেয়ার পর মঞ্চ থেকে নেমে গেলে সবার উদ্দেশে তিনি বলেন, আর কেউ তাকে চুমু দিতে চায় কি না। কিন্তু কেউ তার এই আহ্বানে সাড়া দেয়নি।
এ ঘটনার পরপরই ফিলিপাইনের সিনেটর অ্যান্তেনিও ট্রিলেন্স দুতার্তেকে একজন সমকামী হিসেবে অভিহিত করেন। দুতার্তে এর পরিপ্রেক্ষিতে জানান, তিনি যে সমকামী হতে গিয়েও সে পথ থেকে ফিরে এসেছেন।
দুতার্তে বলেন, তার প্রেরণা নারীদের কাছ থেকেই এসেছে। নারীরাই তাকে ‘আরোগ্য’ লাভে সহায়তা করেছে বলে জানান তিনি।