খ্যাপে ক্রিকেট খেলতেন আরেফিন শুভ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৮ এএম, ২ জুন ২০১৯ রোববার
শৈশবের ডানপিটে ছেলেটি বড় হয়েছেন ময়মনসিংহে, ব্রহ্মপুত্রের তীরে কেটেছে অনেক দুরন্ত সময়। স্কুল পালিয়ে ব্যাট-বল নিয়ে চলে যেতেন জয়নুল আবেদীন পার্কে। খেলতেন ভালো। তাই অনেক এলাকায় ‘খ্যাপে’ খেলার ডাক আসতো। বলছি ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক আরেফিন শুভর কথা।
ক্রিকেট খেলা নিয়ে আরেফিন শুভ বলেন, ক্রিকেট খেলা নিয়ে অনেক মার খেতে হয়েছে। স্কুলের পরে অথবা স্কুলের মাঝখানে বা স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতাম। এরকমও হতো ২০-৩০ টাকায় বা ৫০ টাকা করে আমরা এ খ্যাপ খেলতে যেতাম। সেই দিনগুলি খুব মিস করি।
বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়ে শুভ বলেন, অনেক সময় দেশের বাহিরে যখন কাজ করতে যাই অনেকের কাছে দেশের ক্রিকেটের প্রশংসা শুনি। তখন খুব গর্ববোধ হয়। বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে। এর আগেও বিশ্বকাপ ছাড়াও অনেক বড় বড় ম্যাচ খেলেছে, আমি মনে করি সবার বেস্টটা দিয়েই খেলবে। বাংলাদেশের জন্য অনেক শুভ কামনা রইলো।
এদিকে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ে মরুভূমিসহ বিভিন্ন অংশে ‘মিশন এক্সট্রিম’র শুটিং করে দেশে ফিরেছেন আরেফিন শুভ। সেখানে গত ১৪ মে থেকে টানা পাঁচ দিনব্যাপী ১৬টি লোকেশনে বেশ কিছু অ্যাকশন দৃশ্য শুটিং করা হয়। শুটিংয়ে আরিফিন শুভ ছাড়াও অংশ নেন জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের প্রমূখ।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর পর ‘মিশন এক্সট্রিম’ একই টিমের দ্বিতীয় সিনেমা। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু লোকেশনে চলতি বছর ২০ মার্চ থেকে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং শুরু হয়। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন, তাসকিন আহমেদ, শতাব্দী ওয়াদুদ, হাসান ইমাম, সুমিত সেন গুপ্ত, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, সৈয়দ আরেফ, হায়দার আলী, সুদীপ, ইমরান সওদাগর, দীপু ইমামসহ অনেকে।