‘ভারত’র নামে মামলা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১০ এএম, ২ জুন ২০১৯ রোববার
আর মাত্র ৪ দিন পর ঈদ। এ উপলক্ষ্যে বলিউডে মুক্তি পাচ্ছে সালমান-ক্যাটরিনা জুটির নতুন ছবি ‘ভারত’। মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে ছবিটি। ছবিটি নিয়ে বিপাকে পড়েছেন সালমান-ক্যাটরিনা। আপত্তি উঠেছে ছবির নাম নিয়ে। ‘ভারত’ নামটিতে আঘাতপ্রাপ্ত হতে পারে দেশপ্রেমী ভারতীয়রা।
এমন অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলাও হয়েছে। দাবি উঠেছে অবিলম্বে সিনেমাটির নাম পরিবর্তন করার। বাদীর অভিযোগ, সালমানের সিনেমার নাম ভারতীয় দণ্ডবিধির ৩ নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। এই ধারা অনুযায়ী ‘ভারত’ নামটি বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয়। অতএব, সিনেমার নাম হিসেবে কোনোভাবেই ‘ভারত’ ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, একটি সংলাপে প্রধান চরিত্রের সঙ্গে ভারত অর্থাৎ দেশের তুলনা টানা হয়েছে। যা কিছুতেই মেনে নেয়া যায় না।
তাই সিনেমা থেকে ওই সংলাপ ফেলার দাবিও করেছেন ওই ব্যক্তি। এর প্রমাণ হিসেবে আদালতের কাছে তিনি ছবির ট্রেলার জমা দিয়েছেন। বাদী বলেন, ‘ভারত’ সিনেমার এই বিষয়গুলি আঘাত হানতে পারে ভারতীয়দের আবেগে। দিন কয়েক আগেই প্রিয়াংকার ‘ভারত’ ছাড়া নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়ে ছিলেন ভাইজান খ্যাত সালমান। যে প্রসঙ্গে ‘দেশি গার্লে’র পক্ষ নিয়ে সালমানকে পাল্টা দিতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড গায়িকা সোনা মহাপাত্রও। এমন কি সালমান ভক্তদের রোষানলে পড়ে খুনের হুমকি পর্যন্ত শুনতে হয়েছে সোনাকে।
এ মাসের ৫ জুন মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি। ভিন্ন ইস্যুতে ‘ভারত’ একাধিকবার উঠে এসেছে খবরের শিরোনামে। তাই এ বছরের বহু প্রতিক্ষীত ছবিগুলোর মধ্যে সালমানের 'ভারত' নিয়ে সবার তুমূল আগ্রহ। মুক্তির আগে এমন আইনি ঝামেলায় পড়ে নতুন করে এই ছবি নিয়ে জল্পনার সৃষ্টি হবে, তা বলাই বাহুল্য। কী সিদ্ধান্ত নেয় দিল্লি হাইকোর্ট? তবে কি শেষ মুহূর্তে ছবির নাম পরিবর্তন হবে, এমন প্রশ্ন জাগছে দর্শকদের মাঝে।