শিগগিরই অস্ত্রবিরতিতে যাচ্ছে না তালেবান!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৩ এএম, ২ জুন ২০১৯ রোববার
তালেবান গ্রুপ শিগগিরই অস্ত্রবিরতি চুক্তিতে যাচ্ছে না বলে শনিবার জানিয়েছেন দলটির নেতা আখুন্দজাদা।
আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চলেই তালেবানদের দখলে এবং সেখানে তালিবানি শাসন চলে। এতোদিন আফগানিস্তান সরকার তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু তালেবানরা বলছে তারা আফগান সরকারের সঙ্গে নয় যুক্তরাষ্টের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।
আসন্ন ঈদের আগে দেয়া বার্তায় আখুন্দজাদা বলেন, তালেবান গ্রুপ শিগগিরই অস্ত্রবিরতি চুক্তিতে যাচ্ছে না। তবে আলাপ আলোচনার দরোজা উন্মুক্তই রাখা হয়েছে। এ মুহূর্তে তালেবানের আলোচক দল মার্কিন দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি রমজানের শুরুতেই দেশজুড়ে অস্ত্রবিরতির প্রস্তাব করেছিলেন। কিন্তু তালেবান গ্রুপ তা প্রত্যাখ্যান করে। গত বছর ঈদ উপলক্ষ্যে তালেবান তিনদিনের অস্ত্রবিরতি পালন করে। এবারও তাই অনেক আফগানের আশা ছিল আবারও অস্ত্রবিরতির। কিন্তু তা প্রত্যাখ্যান করলো তালেবান।
এদিকে, সম্প্রতি আফগান কর্মকর্তাদের সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে গোপনে বৈঠক করছে তালেবান। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন শীর্ষ জেনারেল জন নিকলসন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এ আলোচনায় বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলোও জড়িত আছে। মধ্য ও উপর পর্যায়ের তালেবান নেতারা আফগান সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এবং তলে তলে আরও অনেক ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান নিকলসন।