শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

`ভারতের মুসলমানরা সমান অধিকার ধারণ করে, ভাড়াটিয়া নয়`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২ জুন ২০১৯ রোববার

ভারতের মুসলমনরা নাগরিক হিসেবে সমান অধিকার ধারণ করে, আমরা ভাড়াটিয়া নই বলে মন্তব্য করেছেন ভারতীয় রাজনীতিক ও এমপি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ভারতের মুসলমানরা ভাড়াটিয়া নয়। সংবিধানে নাগরিক হিসেবে তাদের যে অধিকার দেয়া হয়েছে তা কেড়ে নেয়ার ক্ষমতা কারো নেই। 

ভারতের হায়দরাবাদ থেকে টানা চারবার নির্বাচিত ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি শুক্রবার ভারতের হায়দরাবাদের মক্কা মসজিদে দেওয়া ভাষণে বলেন, আমি অঙ্গীকার করছি, আসাদউদ্দিন ওয়াইসি আজীবন ভারতের জন্য লড়াই করবে। আমি দলিতদের প্রতিও আহ্বান জানাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য। যদি প্রধানমন্ত্রী মোদি মন্দিরে যেতে পারেন তাহলে আমরাও মসজিদে যেতে পারি। যদি প্রধানমন্ত্রী মোদি গুহায় যেয়ে ধ্যান করতে পারেন তাহলে আমরা মুসলিমরাও গর্বের সঙ্গে মসজিদে বসে নামাজ আদায় করতে পারি। তিনি বলেন, বিজেপি যদি মনে করে ৩০০ সিট পেয়ে তারা যা খুশি করবে তাহলে ভুল করবে।