গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তানে দুই সেনা কর্মকর্তার ফাঁসি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৬ এএম, ২ জুন ২০১৯ রোববার
গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান ও কর্মরত চিকিৎসক ওয়াসিম আকরামকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাভেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেশটির সামরিক আদালত এই তিন জনের বিরুদ্ধে শুনানির পর বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দেয়। জাভেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও পাকিস্তানের আইন অনুসারে ১৪ বছর কারাবাস করবেন তিনি।
পাকিস্তানের আইন অনুযায়ী, সামরিক আদালতের বদ্ধ ঘরে এই তিন জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি অভিযোগের শুনানি চলে। এতে দোষী সাব্যস্ত হন তারা। এরপর আদালতের প্রস্তাবিত রায় জানানো হয় সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়াকে।
আদালতের এই রায়ে সম্মতি দেন জাভেদ বাজওয়া। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা একটি বিবৃতিতে তিনি বলেন, বিদেশি সংস্থার কাছে দেশের স্পর্শকাতর তথ্য ফাঁস ও গুপ্তচরবৃত্তির দায়ে এই তিন জনকে শাস্তি দেয়া হয়েছে।
তবে এই তিনজন কোন দেশের কাছে কী তথ্য ফাঁস করেছেন তা জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।