মুমিন বান্দার ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪৮ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
আল্লাহ তাআলা কুরআনে পাকে ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমানের স্বীকৃতি দেবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার যাবতীয় অন্যায় ও অপরাধ থেকে ক্ষমা করবেন।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঈমানের স্বীকৃতি লাভের শর্তে মানুষকে সব অন্যায় থেকে ক্ষমা ও জাহান্নামের আগুন থেকে মুক্তির আহ্বান শিখিয়েছেন।
শুধু ক্ষমাই করবেন না, তিনি ঈমানদার ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকেও হেফাজত করবেন। আল্লাহ তাআলার ক্ষমা লাভ ও জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভে আল্লাহর শেখানো সে দোয়া হলো-
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ : ‘রাব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াক্বিনা আজাবান্নার।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৬)
অর্থ : হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আমরা (আপনার প্রতি) ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের গোনাহ মাফ করে দেন এবং দোজখের আগুন থেকে হেফাজত করেন।’
মুসলিম উম্মাহর উচিত শিরকমুক্ত ঈমানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা। সব ধরনের অন্যায় তথা গোনাহ থেকে মুক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করা। জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করুন। গোনাহমুক্ত জীবন লাভ ও জাহান্নামের আগুন থেকে ক্ষমা লাভের তাওফিক দান করুন। আমিন।