শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে যাতায়াতে সব প্রস্তুতি সম্পন্ন: মুক্তিযুদ্ধমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫১ এএম, ৩ জুন ২০১৯ সোমবার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্ঝঞ্ঝাট করতে সরকার সব ধরণের ব্যবস্থা করেছে। যাত্রাপথে ছিনতাই চাঁদাবাজিসহ অন্যান্য আইন বিরোধী কার্যক্রম কঠোরভাবে দমন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। 

শনিবার দুপুরে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, নৌ-দুর্ঘটনারোধে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। ডুবুরি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। 

টার্মিনাল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ না চালাতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী অধিক লাভের আশায় সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ না করার অনুরোধ করেন।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন সচিব ও বিআইডব্লিউটিএ ও সদরঘাট লঞ্চ টার্মিনালের উর্ধতন কর্মকর্তারা।