ট্রেনেই স্বস্তির ঈদযাত্রা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১২ এএম, ৩ জুন ২০১৯ সোমবার
ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। কিন্তু গত দিনের মতো স্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। স্বাভাবিক সময়ের মতোই নির্দিষ্ট আসনেই যাত্রা করছে ঘরমুখো মানুষ।
ট্রেনে যাত্রীর চাপ কম থাকায় যাত্রীদের দাঁড়িয়ে ও ঠাসাঠাসির যাত্রী তোলার চিরচেনা সেই দৃশ্য নেই।
সোমবার (৩ জুন) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায় এমন চিত্র।
তবে ট্রেনের যাত্রীরা বলেছেন, সড়কে যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেতে বিকল্প হিসেবে ট্রেনে যাত্রা করছেন। স্টেশন থেকে দেরিতে ট্রেন ছাড়লেও যাত্রীরা ট্রেনই স্বস্তির ঈদযাত্রা করতে পারবে।
সোমবার দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে নির্ধারিত ৩৩টি আন্তঃনগর ট্রেন। পাশাপাশি চলবে কয়েক জোড়া স্পেশাল ট্রেনও।
গত ৩১ মে কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছিলেন, এবার ঈদযাত্রায় কাউকে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেওয়া হবে না। পাশাপাশি ট্রেনের ছাদে উঠানোর জন্য রেলের কোনো কর্মচারী মই ব্যবহার করবে না। তবে এখন পর্যন্ত কথা রেখেছেন মন্ত্রী। সোমবার কোনো যাত্রীকে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়নি।
কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনের প্লাটফর্মে যাত্রীদের সংখ্যা ঈদ ছাড়া অন্য যেকোন সময়ের মতোই।
যাত্রীর কোনো চাপ নেই স্টেশনে। ভিড় না থাকায় এখন যেসব যাত্রী বাড়ি ফিরছেন, তারাও স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী মনিরা আফরিন মুন্নি বাংলানিউজকে বলেন, অন্য বছর বাড়ি যেতে বেশ বেগ পোহাতে হয়েছে।সড়কে যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেতে বিকল্প হিসেবে তিনি ট্রেন বাড়ি ফিরছেন। এবার ট্রেনে ঝামেলা কম। আশা করি স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরতে পারবো।