শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাখির ধাক্কায় শাহজালালে ড্যাশ-৮ বিমানের জরুরি অবতরণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৪ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাখির সঙ্গে ধাক্কা খাওয়ায় জরুরি অবতরণ করেছে। 

সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে।

বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজেএক বিবৃতিতে বলেন, টেকঅফের পর ককপিট ক্রু লক্ষ্য করেন বার্ড হিট হয়েছে। পরে পাইলট  গন্তব্যে না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। 

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরো বলেন, বিমানের উড়োজাহাজটি জরুরি অবতরণ করার সময় নিয়ম অনুযায়ী রানওয়ে খালি করে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখা হয়