তাদের ‘আক্ষেপ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার
প্রত্যেক বাবা মায়ের ইচ্ছে তার সন্তান যেন তার মতো করে ভাবে, তার মতো করে চলে। তার ইচ্ছেগুলো পূরণ করে। তার দেখানো আদর্শে চলে। আক্ষেপটা তখনই আসে, যখন সন্তান নৈতিক আর অনৈতিকতার মাঝে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দেয়।
আর তেমনই এক গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘আক্ষেপ’। এসএস মাল্টিমিডিয়ার প্রযোজিত এই নাটকটি রচনা করেছেন তানিন রহমান এবং পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, এফ এস নাঈম, তাসনিয়া ফারিন সহ আরো অনেকে।
নাটকটি সম্পর্কে নাঈম বলেন, এই সময়ে এসে এই ধরনের মানবিক গল্পের খুবই প্রয়োজন কারণ আমরা সম্পর্কগুলোর মর্ম বুঝতে ব্যর্থ হচ্ছি। নাটকটির পরিচালক বিশাল বলেন, আমি মূলত রোমান্টিক গল্পেই কাজ করি। কিন্তু মনে হলো এই সমাজের মানবিক মূল্যবোধ সৃষ্টিতে আক্ষেপের মতো গল্পের খুবই প্রয়োজন।
আক্ষেপ নাটকটি ঈদের অনুষ্ঠানসূচিতে এস এস মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।