শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্যাসিস্টের মতো বক্তব্য দেন ট্রাম্প: লন্ডন মেয়র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বিভিন্ন সমাবেশে বিশ শতকের ফ্যাসিস্টের মতো বক্তব্য দেন বলে মন্তব্য করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।-খবর গার্ডিয়ান অনলাইন

সোমবারে ডোনাল্ড ট্রাম্পের লন্ডন সফরের আগে মুসলিম মেয়র এ বিস্ফোরক মন্তব্য করেন।

অবজারভারের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পকে দেয়া লালগালিচা সংবর্ধনার নিন্দা জানিয়েছেন তিনি। ব্রিটিশ রানির অতিথি হিসেবে তিন দিনের সফরে লন্ডন আসছেন ট্রাম্প। এসময় তার স্ত্রী মেলানিয়াও সঙ্গে থাকবেন।

ট্রাম্পের আগমনের প্রতিবাদে মঙ্গলবার লন্ডনে সমাবেশ হওয়ার কথা রয়েছে। 

সাদিক খান বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির একটি নিকৃষ্টতম উদহারণ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার মতে, বিশ্বজুড়ে উগ্রপন্থার সংখ্যা বাড়ছে। আমাদের কঠোর পরিশ্রমে অর্জিত অধিকার, স্বাধীনতা ও মূল্যবোধের জন্য এসব উগ্রপন্থীরা হুমকি হিসেবে দেখা দিয়েছে। অথচ এ অধিকার ও স্বাধীনতা নিয়ে গত ৭০ বছরেরও বেশি সময় ধরে আমাদের উদারপন্থা, গণতান্ত্রিক সমাজব্যবস্থা মূল্যায়িত হয়েছে।

ট্রাম্পের সঙ্গে সাদিক খানের দ্বন্দ্ব ২০১৬ সাল থেকে। তখন ইসলাম নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অজ্ঞতায় পূর্ণ বলে মন্তব্য করেন এ মেয়র।

এসময় সাদিক খানকে আইকিউ পরীক্ষার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাদিক খান সঠিক ভূমিকা নিচ্ছে না।